সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

এখনো দেড় হাজার অস্ত্র উদ্ধার করতে পারিনি: আইজিপি

এখনো দেড় হাজার অস্ত্র উদ্ধার করতে পারিনি: আইজিপি

সিলেট ব্যুরো :
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, এখনো সারাদেশে আমরা প্রায় দেড় হাজার অস্ত্র উদ্ধার করতে পারিনি। এখন মাটি খুড়ে অস্ত্র বের করা আমার জন্য কঠিন। তবে আমি যদি সমাজের লোকের বিশ্বাস ও আস্থা অর্জন করতে পারি তাহলে সাধারণ মানুষ বলে দেবে ওই জায়গায় অস্ত্র পড়ে আছে। এটাই সবচেয়ে সহজ আমাদের জন্য। সাধারণ মানুষ সবকিছু দেখে। কিন্তু তারা যে থানায় এসে বলবে ওইখানে অস্ত্র দেখেছে সেই আত্মবিশ্বাস এখনো তৈরি করতে পারিনি। আমি চাই আমিসহ আমার যারা সহকর্মী আছেন তারা যেন মানুষের কাছে যেয়ে আস্থা অর্জন করবেন। ট্র্যাডিশনাল যে পন্থা সেটায় আমরা অস্ত্র উদ্ধার করব। কিন্তু এই অস্ত্র উদ্ধার ফলপ্রসূ হবে সাধারণ মানুষের আস্তা অর্জন করলে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মহানগর পুলিশের হেডকোয়াটার্স কমপ্লেক্সে সিলেট বিভাগের সকল ইউনিটের কর্মরত অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নিরীহ লোকজনকে মামলা দেওয়া হচ্ছে উল্লেখ করে এসময় তিনি বলেন, সমাজের কিছু অসাধু ব্যক্তি ও প্রভাবশালী নেতা আছেন তারা নিহত ব্যক্তির স্বজনদের প্রভাবান্বিত করে মামলাতে দিচ্ছেন। দেখা যাচ্ছে অপরাধ করেছেন ১০ জন। সেখানে তারা ১০০ নাম দিয়ে দিচ্ছেন। এখন কেউ যদি মামলা করে আইনগতভাবে সেটা আমরা বন্ধ করতে পারি না। আমরা বলতে পারি না আপনি এত আসামি কেন দিচ্ছেন। কিন্তু নিরীহ লোকজনকে আসামি করে চাঁদাবাজি, ভয় দেখিয়ে মানুষের ওপর চাপ ও আতঙ্ক সৃষ্টি করছে।

আইজিপি বাহারুল আলম বলেন, এই প্রেক্ষাপটে আমি প্রথমদিন থেকে বলে আসছি আমাদের পুলিশের তদন্তকারী অফিসারদের বলেছি যারা নিরীহ, যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না। এর পাশাপাশি এখন তাদেরকে বলছি গ্রেপ্তারতো করবেনই না বরং তাদেরকে বার্তা দিবেন আপনি ভয় পাবেন না। আমার তদন্তে মনে হয়েছে আপনার এই কাজে কোনো সম্পৃক্ততা নেই। আপনি নিশ্চিত থাকুন আপনাকে আমি গ্রেপ্তার করব না। আপনারা ভয় পেয়ে কাউকে চাঁদা দিয়েন না।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |