বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

অনির্বাচিত কেউ কি বলল তা নিয়ে বিএনপি ভাবে না: আমির খসরু

অনির্বাচিত কেউ কি বলল তা নিয়ে বিএনপি ভাবে না: আমির খসরু

অনলাইন ডেস্ক: অনির্বাচিত কেউ কি বলল তা নিয়ে বিএনপি ভাবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

নির্বাচনের জন্য মাঠ এখনও পরিচ্ছন্ন হয়নি, তাই অপরিচ্ছন্ন মাঠে নির্বাচন দেওয়া যাবে না- নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদারের এমন বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, অনির্বাচিত কেউ কি বলল তা নিয়ে বিএনপি ভাবে না। নির্বাচিত সরকার যত দ্রুত সম্ভব দায়িত্ব নিবে ততই দেশের জন্য মঙ্গলজনক বলেও মন্তব্য করেন তিনি।

আমির খসরু বলেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কোনো আভাস দেখছে না রাজনৈতিক দলগুলো। যৌক্তিক সময়ে জনগণের ম্যান্ডেট অনুযায়ী নির্বাচনের দাবি জানাচ্ছি।

বৈঠক শেষে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, নির্বাচনে সময় ক্ষেপণে কোনো প্রয়োজনীয়তা নেই। এখনই প্রয়োজন কি উপায়ে, কোন সময়ের মধ্যে নির্বাচন হবে তার রোডম্যাপ প্রদান করা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |