বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান হক জোয়ার্দার ওরফে ছেলুন জোয়ার্দার, তার স্ত্রী আক্তারি জোয়ার্দার, মেয়ে তাবশিনা জান্নাতের নামে থাকা ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৩ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
আদেশে চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক এমপি ছেলুনের নামে থাকা চারটি সঞ্চয়পত্র অবরুদ্ধ করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।
আদেশ দেওয়া ব্যাংক হিসাবগুলোর মধ্যে ছেলুনের নামে ১৭টি এবং আক্তারির নামে ১৩টি। বাকি পাঁচটি মেয়ে তাবশিনার নামে।
কমিশনের সহকারী পরিচালক মাহমুদুল হাসান আদালতে এ আবেদন করেন। কমিশনের আইনজীবী মীর আহমেদ আলী সালাম আবেদনের ওপর শুনানি করেন। আবেদনে বলা হয়েছে, ছেলুন জোয়ার্দার ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন।
বিভিন্ন সূত্রের বরাতে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, ছেলুন ও তার পরিবারের এই সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আছে যে, তারা অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তাদের বিরুদ্ধে আসা অভিযোগের অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরে টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তাই ছেলুন ও তার পরিবারের এই সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট এই হিসাবগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা আবশ্যক। আবেদনের শুনানি নিয়ে আদেশ দেন আদালত।