বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

বিপিএল-এর ইতিহাসে প্রথম বিদেশি সঞ্চালক

বিপিএল-এর ইতিহাসে প্রথম বিদেশি সঞ্চালক

বিনোদন ডেস্ক: আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে। এবারের আসরে চিটাগং কিংস নিয়োগ দিয়েছে অফিশিয়াল হোস্ট। এর মধ্যে তাকে দেখা গিয়েছে ঢাকার মাঠে।বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজির লিগগুলোতে অনেক দলই নিজেদের সঞ্চালক নিয়োগ দিয়ে থাকে, তবে বিপিএলে এর আগে দেখা যায়নি। এবারের আসরের জন্য ভারতীয়- কানাডীয় মডেল ইয়েশা সাগরকে নিয়োগ দিয়েছে চিটাগং কিংস।

বিপিএলে কাজ করতে ইয়েশা এর মধ্যেই ঢাকা এসেছেন, মাঠ থেকে জানাচ্ছেন দলটির অনুশীলনের নানা খবর। নিয়মিত অনুশীলনে মাইক্রোফোন হাতে দেখা যাচ্ছে তাকে। ইয়েশার সঞ্চালনায় এসব ভিডিও দেখা যাচ্ছে দলটির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।

এর আগে কানাডায় অনুষ্ঠিত টি- ২০ ফ্র্যাঞ্চাইজি লিগ গ্লোবাল টি-২০-তে সঞ্চালনা করে আলোচনায় আসেন ইয়েশা। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি ইয়েশা ফিটনেস ফ্রিক। তার ফিটনেসের জন্য তিনি প্রশংসিত অনুরাগীদের মধ্যে। ইনস্টাগ্রামে তার বিপুল ভক্ত অনুসারী রয়েছে। বিপিএলের ইতিহাসে প্রথম বিদেশি হোস্ট হিসেবে নিয়োগ পাওয়া ইয়েশাকে নিয়ে মেতেছেন নেটিজেনরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |