বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি

জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি

নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি আগামী ২৩ জানুয়ারি নির্ধারণ করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট আপিল বেঞ্চ এ আদেশ দেন। জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন শুনানিতে উপস্থিত ছিলেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী এবং ব্যারিস্টার নাজিব মোমেন।

২০১৯ সালের ২৩ অক্টোবর, আপিল বিভাগ এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। এর আগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে গণহত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতনসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগে আজহারকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

২০১৫ সালে তার আইনজীবীরা রিভিউ আবেদন করে, দাবি করেন যে আজহার নির্দোষ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |