শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন

আপডেট
গাজায় মসজিদে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২১

গাজায় মসজিদে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২১

গাজায় মসজিদে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২১

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজায় একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্তত ২১ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরার আল-জাজিরা অ্যারাবিক জানিয়েছে, গাজার দেইর-এল-বালাহ এলাকায় অবস্থিত আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে সাহদা আল-আকসা মসজিদে বিমান হামলা চালায় ইসরায়েল। সেখানে বহু ফিলিস্তিনি আশ্রয় নিয়ে ছিলেন। হামলার বিষয়ে এক্স পোস্টে ইসরায়েল বাহিনী জানিয়েছে, সাহদা আল-আকসা মসজিদটি নিজেদের কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল হামাস।

এছাড়া হামাস এটিকে ‘কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবেও ব্যবহার করছিল। এজন্য সেখানে বোমা হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে কোনো তথ্যপ্রমাণ দেয়নি ইসরায়েল বাহিনী। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার (৭ অক্টোবর) এ হামলার এক বছর পূর্ণ হচ্ছে। হামলায় এ পর্যন্ত ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে গাজা যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননসহ মধ্যপ্রাচ্য জুড়ে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |