শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

১০ থেকে ১৫ ফুট উঁচু ঢেউয়ের শঙ্কা, কখন আঘাত হানবে হ্যারিকেন ‘মিল্টন’

১০ থেকে ১৫ ফুট উঁচু ঢেউয়ের শঙ্কা, কখন আঘাত হানবে হ্যারিকেন ‘মিল্টন’

১০ থেকে ১৫ ফুট উঁচু ঢেউয়ের শঙ্কা, কখন আঘাত হানবে হ্যারিকেন ‘মিল্টন’

অনলাইন ডেস্ক: প্রচণ্ড শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে দাবন ঝড় হারিকেন মিল্টন। এই ঝড়ের ফলে জীবন নাশের আশঙ্কা রয়েছে। চলতি বছর উত্তর আটলান্টিক সহাসাগরে সৃষ্ট ঝড়ের মধ্যে মিল্টন হলো সবচেয়ে শক্তিশালী হারিকেন। খবর বিবিসি মাত্র দুই সপ্তাহ আগে ফ্লোরিডাতে আরেকটি শক্তিশালী ঝড় হেলেন আঘাত হেনেছিল। সেই ঝড়ের রেশ কাটতে না কাটতে এবার আসছে মিল্টন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেন মিল্টনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হবে এবং এটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে ফ্লোরিডায় আঘাত হানবে। ঝড়টি টাম্পা শহরের নিকটবর্তী এলাকায় আছড়ে পড়বে। এই মেট্রোপলিটন এলাকাতে প্রায় ৩০ লাখের বেশি মানুষ বসবাস করে। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা এবং শক্তিশালী ঢেউ আঘাত হানতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হারিকেন মিল্টনের প্রভাবে উপকূলীয় এলাকায় ১০ থেকে ১৫ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে। হারিকেনটি রোববার পর্যন্ত ১ ক্যাটাগরিতে ছিল। পরবর্তীতে এটি দ্রুত শক্তি সঞ্চার করে ৪ ক্যাটাগরিতে রুপান্তরিত হয়। সর্বশেষ এটি ক্যাটাগরি ৫ এ পৌঁছেছে। ঝড়টি মেক্সিকো উপসাগর হয়ে ফ্লোরিডায় আঘাত হানবে। এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। ফ্লোরিডার গভর্নর রন ডিসান্তিস সতর্ক করে বলেন, ঝড়টি দানবীয় শক্তি নিয়ে আঘাত হানবে। এর ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |