বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

আপডেট
একাত্তরের ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইব: জামায়াত আমির রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না সংসদ ও স্থানীয় নির্বাচনে একবারে ভোটগ্রহণের প্রস্তাব সাবেক সিইসি রউফের দুর্যোগে সশস্ত্র বাহিনী দুর্গত জনগণের শেষ ভরসার স্থান জাতি গঠনমূলক কাজে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ঢাকার সড়কে অটোরিকশা চালকরা, বন্ধ যান চলাচল জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক ময়মনসিংহে ট্যুরিস্ট পুলিশের “National Integrity Strategies” বিষয়ক কোর্স এর সমাপনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি বিভাগের শিক্ষার্থীদের ১১ দফা: জাবি ক্যাম্পাসে মোটরচালিত যানবাহন বন্ধ
ইউক্রেইন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে ‘বিশ্ব যুদ্ধ বেধে যেতে পারে’

ইউক্রেইন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে ‘বিশ্ব যুদ্ধ বেধে যেতে পারে’

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে আঘাত হানতে কিইভকে ওয়াশিংটনের অনুমতি দেওয়ার সিদ্ধান্তে ইউক্রেইনের যুদ্ধ আরও তীব্র হবে আর তা তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন একজন জ্যেষ্ঠ রুশ আইনপ্রণেতা।

রয়টার্স জানিয়েছে, রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের বিষয়ে ওয়াশিংটনের বড় ধরনের নীতি পরিবর্তনের এই বিষয়টি সম্পর্কে জানেন এমন দুইজন মার্কিন কর্মকর্তা ও একটি সূত্র যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত নেওয়ার কথা রোববার প্রকাশ করেছেন।

এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য আন্দ্রি ক্লিশাস টেলিগ্রাম অ্যাপে বলেছেন, “পশ্চিমা সংঘাত এমন মাত্রার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে যে তা সকালের মধ্যে ইউক্রেইন রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত করার মধ্য দিয়ে শেষ হতে পারে।”

রাশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রথম উপপ্রধান ভ্লাদিমির জবারফ বলেছেন, মস্কোর প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক।

“তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিকে নিয়ে যাওয়ার মতো অত্যন্ত বড় পদক্ষেপ এটি,” রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের দেওয়া উদ্ধৃতিতে জবারফ এমনটি বলেছেন।

সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছিলেন, ইউক্রেইনকে পশ্চিমের তৈরি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানার অনুমতি দিলে পশ্চিমের রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ করা হবে, এই পদক্ষেপে সংঘাতের ধরন ও আওতা পাল্টে যেতে পারে।

পুতিন বলেছেন, নতুন হুমকির ভিত্তিতে রাশিয়া ‘উপযুক্ত সিদ্ধান্ত’ নিতে বাধ্য হতে পারে।

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দ্যুমার বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান লিওনিদ স্লুসস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের কৌশলগত ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস দিয়ে রাশিয়ায় আঘাত হানতে কিইভকে দেওয়া ওয়াশিংটনের অনুমতি কঠোরতম প্রতিক্রিয়ার দিকে নিয়ে যাবে।

“রাশিয়ার ভূখণ্ডের গভীরে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানলে অনিবার্যভাবে সংঘাতের গুরুতর বৃদ্ধি ঘটবে আর তা আরও গুরুতর পরিণতির দিকে নিয়ে যাবে,” প্রকাশিত প্রতিবেদনে দেওয়া উদ্ধৃতিতে তিনি এমনটি বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |