মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৯ বস্তা টাকা চলছে গণনা

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৯ বস্তা টাকা চলছে গণনা

মোঃ নাঈমুজ্জামান নাঈম, নিজস্ব প্রতিবেদক :কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ১০টি দানবাক্স খোলা হয়েছে। এসব দান বাক্সে ২৯ বস্তা টাকার পাশাপাশি পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। আজ শনিবার (৩০ নভেম্বর, ২০২৪) সকাল সাড়ে ৭ টায় ৩ মাস ১৩ দিন পর ১১টি বাক্স খোলা হয়। পরে গণনার জন্য বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সকাল ৮টা থেকে সেখানে চলছে গণনা।

এর আগে পাগলা মসজিদে ৯টি দানবাক্স ছিলো, এবার দানবাক্স খোলার সময় পার হয়ে যাওয়ার ১১ দিন পূর্বে অতিরিক্ত একটি টিনের ট্রাঙ্ক বাড়ানো হয়েছে। দানবাক্সগুলো খোলার সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যগণ ।কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান সাংবাদিকদের বলেন, পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। এখন টাকা গণনার কাজ চলছে।

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. শওকত উদ্দিন ভূঞা বলেন, টাকা গণনায় পাগলা মসজিদ মাদ্রাসার ১শ ৩০ জন ছাত্র, জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ১শ ৫৫ জন ছাত্র, পাগলা মসজিদের ৩৬ জন স্টাফ, রূপালী ব্যাংকের ৭৫ জন কর্মকর্তা, সেনাবাহিনীর ১০ জন সদস্য, ১০ জন আনসার সদস্য, ২০ জন পুলিশ, ৫ জন র‍্যাব ও জেলা প্রশাসন থেকে ২০ জন কাজ করছেন।

এর আগে চলতি বছরের ১৭ আগস্ট পাগলা মসজিদের ৯টি দান বক্স/সিন্দুক খুলে পাওয়া গিয়েছিল ২৮ বস্তা টাকা। তখন দিনভর টাকা গণনা শেষে পাওয়া গেছে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা। সাথে পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার গহনাসহ বৈদেশিক মুদ্রা। এবার ধারণা করা হচ্ছে গতবারের তুলনায় টাকার পরিমাণ বাড়বে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |