রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
মোহাম্মদ ইয়াছিন, ফটিকছড়ি (চট্টগ্রাম): “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই শ্লোগানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৪৬ তম বিজ্ঞান মেলা ২০২৫ উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) ফটিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফটিকছড়ি সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা। জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাবকরা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন ফটিকছড়ি উপজেলা প্রশাসন।
বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার ফলাফলে ১ম স্থান অর্জন করেছে ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জন করেছে ফটিকছড়ি করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। তৃতীয় স্থান রোসাংগিরি উচ্চ বিদ্যালয়। বিজ্ঞান অলিম্পিয়ার্ড প্রতিযোগিতার ফলাফলে সিনিয়র গ্রুপে ১ম স্থান: মোঃ নয়ন বিশ্বাস, দ্বাদশ, রোল-০২৩-১০৩, ইছাপুর বাদশা মিঞা চৌধুরী কলেজ। ২য় স্থান: আছমা আকতার ঈদি, দ্বাদশ, রোল-০২৩-১০১, ইছাপুর বাদশা মিঞা চৌধুরী কলেজ। ৩য় স্থান: উম্মে হাবিবা, দ্বাদশ, রোল-১৪১০, ফটিকছড়ি সরকারি কলেজ। ৪র্থ স্থান: ইশরাত জাহান রাবিয়া, দ্বাদশ, রোল-৬, হেয়াকো বনানী ডিগ্রী কলেজ। ৫ম স্থান: সুমাইয়া আফরিন, দ্বাদশ, রোল-১০১, নারায়ণহাট আদর্শ ডিগ্রী কলেজ।
জুনিয়র গ্রুপে: ১ম স্থান মোহাম্মদ মোত্তাকিন, ১০ম শ্রেনি, রোল-০১, রোসাংগিরি উচ্চ বিদ্যালয়। ২য় স্থান রবিন দে, ১০ম শ্রেনি, রোল-০১, দাঁতমারা আজিজা বদরুজ্জমান সিকদার উচ্চ বিদ্যালয়। ৩য় স্থান সৈয়দা মুমতাহিনা তানিজা, ১০ম শ্রেনি, রোল-০১, ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়। ৪র্থ স্থান মবিনুল হক, ১০ম শ্রেনি, রোল-০১, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। ৫ম স্থান-সুকীর্তি চাকমা, ১০ম শ্রেনি, রোল-০১, নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়।
বিজ্ঞান মেলায় কলেজ পর্যায়ে সেরা স্টল ১ম:নানুপুর লায়লা কবির কলেজ, ২য় নারায়ণহাট আদর্শ ডিগ্রী কলেজ, ৩য় ফটিকছড়ি সরকারি কলেজ বিদ্যালয় পর্যায়ে ১ম- জাহানপুর আমজাদ আলী আবদুল হাদী ইনর, ২য় ফটিকছড়ি করোনেশন সরকারী মডেল উঃ বিঃ, ৩য় গুলতাজ মেমোঃ স্কুল এন্ড কলেজ অর্জন করে।