বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

নার্সারি দিয়ে সফল উদ্যোক্তা, পেয়েছেন জাতীয় পুরষ্কারও

নার্সারি দিয়ে সফল উদ্যোক্তা, পেয়েছেন জাতীয় পুরষ্কারও

মাহমুদ হাচান, নীলফামারী: ব্যবসা, মাছ চাষসহ কত কিছুই না করেছেন; কিন্তু সফল হননি। অবশেষে বেসরকারি একটি উন্নয়ন সংস্থার পরামর্শে শুরু করেন চারা উৎপাদনের কাজ। এরপর আর পেছনে তাকাতে হয়নি আশেকে রাসুল লেবু মিয়াকে।  নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে হাইস্কুলপাড়ায় ২০০১ সালে আশেকে রাসুল লেবু মিয়া বাড়ির পাশে মাত্র এক বিঘা জমি দিয়ে শুরু করেন ছোট্ট একটি নার্সারি। নিজ সন্তানের নামে নার্সারির নাম দেন ‘এ আর মামুন নার্সারি’। দুধরাজ, হাড়জোরা স্বর্ণ চাপাসহ প্রায় ২৫ প্রজাতির বিলুপ্ত প্রায় গাছের চারা আছে সেখানে। এছাড়াও নার্সারিতে হয়েছে দেশী-বিদেশী জাত সহ বর্তমানে এগারোশত প্রজাতির গাছ। সব মিলিয়ে প্রায় ৫ লাখ চারা মজুদ আছে লেবু মিয়ার নার্সারিতে।
দীর্ঘ তেইশ বছরে লেবু মিয়ার ১ বিঘার নার্সারির পরিধি বেড়ে এখন ৫০ বিঘা। নার্সারিতে হয়েছে ৩০ জন মানুষের কর্মসংস্থান। বৃক্ষরোপণে অসামান্য অবদান রাখায় পেয়েছেন জাতীয় পুরস্কার ও নয় বার জেলায় শ্রেষ্ঠত্বের পুরস্কার।এদিকে নার্সারিতে সাফল্যের বিষয়ে আশেকে রাসুল লেবু মিয়া বলেন, মাছ ব্যবসায় জড়িত থাকা অবস্থায় কৃষি বিভাগের এক ভ্রাম্যমাণ দলের কাছে জানতে পারি, গাছের চারা বিক্রি করেও লাভবান হওয়া যায়। সে সময় সিদ্ধান্ত নিয়ে দুই বিঘা জমিতে নিমের চারা লাগাই। এরপর পিছনে তাকাতে হয়নি। পরিবার ও প্রতিবেশীদের সহযোগিতা আজ ৫০ বিঘা জমিতে গড়ে উঠেছে নার্সারিটি। দেশি-বিদেশি আম, কাঁঠাল, লিচু, জাম, পোয়ারা, মালটা, কমলা, নারকেল, সুপারিসহ এগারো শত প্রজাপতির ফলের চারা রয়েছে এখানে। তার ছেলে এ আর মামুন বলেন, নার্সারি আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। আজ আমাদের চারা দেশের সব জায়গায় সরবরাহ হচ্ছে। তাছাড়া বিদেশ থেকে বিভিন্ন প্রজাতির চারা সংগ্রহ করে সেখান থেকে সায়ন পদ্ধতিতে চারা বৃদ্ধি করছি। সব খরচ বাদ দিয়ে এই নার্সারি থেকে বছরে ১০ থেকে ১৫ লাখ টাকা লাভ হয়।
নার্সারির অনলাইন সেক্টরে কাজ করা জয় সরকার বলেন – আমি পড়াশুনার পাশাপাশি এই নার্সারিতে কাজ করি। এখান থেকে যা বেতন পাই, তাহলে দিয়ে পড়ালেখা ও সংসারে সাহায্য করি। নার্সারিতে শুধু আমি না, এখানে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। ঢাকা উত্তরা থেকে চারা কিনতে আসা মোঃ আলামিন বলেন – ” এ আর মামুন নার্সারি ” বিভিন্ন ভিডিও স্যোশাল মিডিয়ায় দেখেছি। নার্সারি দেখে খুব ভালো লাগছে। এদের দেখে অনুপ্রাণিত হয়ে, সিদ্ধান্ত নিয়েছি নার্সারি করবো‌‌ । তাই ঢাকা থেকে এসেছি চারা গাছ কিনতে। নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন – “এ আর মামুন নার্সারি “জেলায় মডেল নার্সারি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে দেশী বিদেশী প্রচুর চারা গাছের সমারোহ আছে। আমরা তাদের সার্বিকভাবে সাহায্য ও পরামর্শ দিচ্ছি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |