মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

আরও দুই ব্যাংক ১২৫০ কোটি টাকা ধার নিলো

আরও দুই ব্যাংক ১২৫০ কোটি টাকা ধার নিলো

তারল্য সংকটে থাকা শরীয়াহ্ ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোকে আরও বেশি তারল্য সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট কাটাতে ১৪ দিন মেয়াদে এ সুবিধা পাচ্ছে এসব ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এ সুবিধা দেওয়ার পর দিন মঙ্গলবার পাঁচ ইসলামী ব্যাংক চার হাজার কোটি টাকা ধার নিয়েছে এবং গতকাল বুধবার শরীয়াহ্ ভিত্তিক আরও দুই ব্যাংক নিয়েছে ১২৫০ কোটি টাকা।

অর্থ নেয়া ব্যাংক দুটি হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও গ্লোবাল ইসলামী ব্যাংক (এনআরবি গ্লোবাল)। সুকুক বন্ড জমা রেখে এই অর্থ সহায়তা নিয়েছে ব্যাংক দুটি। আজ (বৃহস্পতিবার) ব্যাংকগুলোর হিসাবে জমা হবে এ অর্থ।

এর আগে গত সোমবার (৫ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়, ইসলামিক আর্থিক ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এ তারল্য সুবিধা দেওয়া হবে। শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলো সপ্তাহের প্রতি কার্যদিবসে নিয়মিতভাবে এই সুবিধা গ্রহণের জন্য একটি ফর্মে আবেদন করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটির মাধ্যমে পাঁচটি ইসলামি ব্যাংককে চার হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার ব্যাংকগুলোর হিসাবে এসব টাকা যুক্ত হয়। সুকুকের বিপরীতে প্রথম দিনে এ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়।

প্রয়োজনমতো টাকা নিতে পাবে ইসলামি ব্যাংকগুলো। প্রথম দিন নেওয়া ব্যাংক পাঁচটির মধ্যে রয়েছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |