বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

ভোজ্যতেলের বাড়তি দাম চাপ বাড়িয়েছে সাধারণ মানুষের

ভোজ্যতেলের বাড়তি দাম চাপ বাড়িয়েছে সাধারণ মানুষের

অনলাইন ডেস্ক: দাম বাড়ানোর পরই বোতলজাত সয়াবিন তেলে সয়লাব বাজার। উচ্চমূল্যের বাজারে ভোজ্যতেলের বাড়তি দাম চাপ বাড়িয়েছে সাধারণ মানুষের। এদিকে নির্ধারিত দরের চেয়ে বাড়তি অর্থ গুনতে হচ্ছে খোলা সয়াবিন তেলে।

সরবরাহ স্বাভাবিক রাখতে মাসখানেক আগে ভোজ্যতেল আমদানি ও উৎপাদন পর্যায়ে করছাড় দেয় সরকার। তবে সেই কর ছাড়ের সুফল মেলেনি। উল্টো বাজারে তৈরি হয় বোতলজাত সয়াবিনের কৃত্রিম সংকট। শুরু হয় দাম বাড়ানোর চাপ। অবশেষে গেলো সোমবার লিটারে ৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পায় দাম। এরপর হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলে সয়লাব রাজধানীর কারওয়ান বাজার।

বাজার ঘুরে দেখা যায়, নতুন বোতলের পাশাপাশি মিলছে পুরাতনটাও। তার দামটাও বাড়তি। ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ার সাথে সাথেই সরবরাহ বাড়িয়েছে কোম্পানিগুলো।

এদিকে সরকারের বেঁধে দেয়া দাম অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হওয়ার কথা একশো ৫৭ টাকায়। তবে তা বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে অন্তত ১০ টাকা বেশিতে।

নিত্যপণ্যের বাজারে এমন কারসাজি বন্ধে কার্যকর উদ্যোগের দাবি সাধারণ মানুষের।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |