বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

শুক্রবার ভোর রাতে পেরুর বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

শুক্রবার ভোর রাতে পেরুর বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

অনলাইন ডেস্ক:  বিশ্বকাপ বাছাই পর্বে পেরুর বিপক্ষে ম্যাচের শুরুর একাদশ থেকে স্রেফ একটি পরিবর্তন নিয়ে ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। চোটে ছিটকে যাওয়া রদ্রিগোর জায়গায় ভিনিসুয়াস জুনিয়র ফিরেছেন শুরুর একাদশে।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর রাত ৩টায় ভেনিজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করেছেন দলটির কোচ দরিভাল জুনিয়র।

ঘাড়ের সমস্যার কারণে গত মাসের বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে খেলতে পারেননি ভিনিসুয়াস। রিয়াল মাদ্রিদ তারকাকে এবার দলে ফিরিয়েছে ব্রাজিল। তাকে নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন দরিভাল।
রদ্রিগো রিয়ালের হয়ে খেলার সময় বাঁ পায়ের পেশিতে চোট পেয়েছেন। এতে জাতীয় দল থেকে ছিটকে গেছেন তিনি। তার বদলি হিসেবে গাব্রিয়েল মার্তিনেল্লিকে দলে ডেকেছে ব্রাজিল।

পেরুকে ৪-০ গোলে হারানো ম্যাচের একাদশে থাকা খেলোয়াড়দের ওপরই ভরসা রাখছেন দরিভাল। অভিজ্ঞ এই কোচ বলেছেন, আগের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা একাদশের আরেকটি সুযোগ প্রাপ্য।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |