সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

তামিমের ডাকেই বরিশাল শিবিরে যোগ দিয়েছেন শাহিন আফ্রিদি

তামিমের ডাকেই বরিশাল শিবিরে যোগ দিয়েছেন শাহিন আফ্রিদি

বিপিএলের ১১তম আসর মাঠে গড়ানোর শেষ মুহূর্তে শাহিন আফ্রিদিকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে ফরচুন বরিশাল। মূলত, তামিম ইকবালের ডাকেই বিপিএল খেলতে এসেছেন তিনি। প্রথম দিন অনুশীলনে এসে এই কথা জানান পাকিস্তানি পেসার।

শনিবার (২৮ ডিসেম্বর) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে বরিশাল। এরপর সংবাদ সম্মেলনে বরিশালের হয়ে খেলতে আসার কারণ জানতে চাওয়া হলে শাহিন বলেন, ‘আমার জন্য তো তামিম ইকবালের ফোন কল।’

প্রথম দিন অনুশীলনের পর কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে এই পেসার বলেন, বিপিএলে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি রোমাঞ্চিত। আপাতত সামনে তাকিয়ে। আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি আমি এখানে ভালো খেলতে পারব।

প্রথমবার বিপিএলে খেলতে আশা নিয়ে তিনি বলেন, আমি অনেক বছর ধরে বিপিএল দেখছি। খুব ভালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে খেলে আমাদের অনেক শেখার আছে। যখন পাকিস্তানের হয়ে ভবিষ্যতে খেলতে আসব, আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল। উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে বরিশাল।

ফরচুন বরিশাল স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স ও মোহাম্মদ নবি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |