শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
একেএম,রুহুল আমীন স্বপন: বিএনপির যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদল সহ অংগ সংগঠনের আখাউড়ার অভিমুখে লং মার্চ। ছাত্রদল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল বাবুর নেতৃত্বে বাংলাদেশের সহকারী হাই কমিশনে (আগরতলা) হামলা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও,সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র ও মলম বিক্রেতা নামক সাংবাদিকদের অপসাংবাদিকতার প্রতিবাদে ঢাকা টু আখাউড়া (আগরতলা )অভিমুখে লংমার্চ শুরু। ছাত্র নেতা রাসেল বাবু ও রাজীবের নেতৃত্বের একাংশের লং মার্চ যাত্রা শুরু।