বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

আল জাজিরার কয়েকটি ওয়েবসাইট বন্ধ করলো ফিলিস্তিন

আল জাজিরার কয়েকটি ওয়েবসাইট বন্ধ করলো ফিলিস্তিন

নিউজ ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে আল জাজিরার অফিস বন্ধ করে দেওয়ার পর এবার কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির কয়েকটি ওয়েবসাইট বন্ধ করলো ফিলিস্তিন। আদালতের নথির বরাতে আল জাজিরা জানিয়েছে, পশ্চিম তীরের রামাল্লার ম্যাজিস্ট্রেট আদালত চার মাসের জন্য দেশটিতে আল জাজিরার বেশ কয়েকটি ওয়েবসাইট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

স্থানীয় সময় রোববার (৫ জানুয়ারি) লেখা এক চিঠিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ফিলিস্তিনের যোগাযোগ মন্ত্রণালয়কে ‘aljazeera.net, aljazeera.net/live, aljazeera360.com ও global.ajplus.net’ বন্ধ করে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলেছে।

নথি অনুসারে, ওয়েবসাইটগুলি এমন উপাদান প্রকাশ করেছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং অপরাধকে উস্কে দেয়।

সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়সহ ফিলিস্তিনের একটি মন্ত্রী পর্যায়ের কমিটি এই সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে বলেছে, নেটওয়ার্কটি দেশে ‘প্রতারণা ও সংঘাত উস্কে দিচ্ছে এমন উপাদান ও প্রতিবেদন প্রচার করছে’।

এদিকে আল জাজিরা এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এটি ‘অধিকৃত অঞ্চলে সংঘটিত দ্রুত বর্ধমান ঘটনাগুলো কভার করা থেকে চ্যানেলটিকে বিরত করার একটি প্রচেষ্টা’। এটিকে আল জাজিরার কর্মীদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের পদক্ষেপের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |