রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে একটি বিমান হামলায় অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের ভুল করে অপরাধী ভেবে এই হামলাটি চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিবিসির খবরে বলা হয়, জামফারা প্রদেশের জুরমি ও মারাদুন এলাকায় এই হামলা হয়েছে। ভুলে এই হামলায় ১৬ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রদেশের গভর্নর দাউদা লাওয়াল। হামলার সত্যতা নিশ্চিত করেছে সেনাবাহিনীও।
নাইজেরিয়ান এয়ার ফোর্স (এনএএফ) বলছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এক বিবৃতিতে তারা বলছে, এই বিমান হামলায় অনেক সন্ত্রাসীও মারা গেছে। তবে বেসামরিক নাগরিকও মারা গেছে বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, দস্যুদের সঙ্গে লড়াই করছিলেন স্থানীয়রা। ওই সময় তারা দস্যুদের তাড়িয়ে বাড়ি ফিরে আসছিলেন। পরে সেখানে হামলা হয়। তাতে ১৬ জন মারা যান।