শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ মারা গেছেন

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ মারা গেছেন

আবিদ হোসেন, ক্যাম্পাস প্রতিনিধি: ঢাবি অধিভুক্ত  সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  গুরুত্বপূর্ণ আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাথায় অস্ত্রপাচার করার সময় সিএমএইচ হাসপাতালে মারা যান তিনি।তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার।

এর আগে, গত জুলাই-আগস্ট আন্দোলনে পুলিশের গুলি লাগে আব্দুল্লাহর মাথায়। গুলিবিদ্ধ হয়ে গত তিন মাস সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতালে) নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করেও বাঁচানো যায়নি মেধাবী এই শিক্ষার্থীকে।

এদিকে আজ বিকালে বাদ আসর  কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে ও সন্ধ্যায় বাদ মাগরিব ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, কলেজ প্রশাসন, বিভিন্ন ডিপার্ট্মেন্টের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীবৃন্দ, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি সহ প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |