বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহীন, সম্পাদক সামি

ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহীন, সম্পাদক সামি

ওয়াসিফ আল আবরার, ইবি প্রতিনিধিঃ ‘সত্য সন্ধানে মুক্ত কলম সৈনিক’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদ -২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন একুশে টিভির ক্যাম্পাস প্রতিনিধি শাহীন আলম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক শেয়ার বিজের ক্যাম্পাস প্রতিনিধি সামি আল সাদ আওন।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অবস্থিত ইবি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে দুপুর ২:৩০ থেকে ৩ টা পর্যন্ত সরাসরি ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম,  নির্বাচন কমিশনার হিসেবে সহকারী প্রক্টর বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম আকন্দ এবং ইইই বিভাগের অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম।

ভোটগ্রহণ শেষে দুপুর সাড়ে ৩ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন, জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয় এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রশিবির, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যমঞ্চ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত সদস্যদের অভিনন্দন জানান।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সামি আল সাদ আওন বলেন, আমাকে এই পদে যোগ্য মনে করায় রিপোর্টার্স ইউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কলম সৈনিক হিসেবে সংগঠনের সবাইকে সাথে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার চেষ্টা করবো। সংগঠনের ভাবমূর্তি যাতে অক্ষুন্ন থাকে এবং সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করতে পারি সর্বোচ্চটুকু দিয়ে সেই চেষ্টা চালিয়ে যাবো।

নবনির্বাচিত সভাপতি শাহীন আলম বলেন, আজকে সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর নতুন পথচলার সূচনা হয়েছে। যারা প্রার্থী হিসেবে ছিলাম তারা দুজনেই আমার কাছের বন্ধু। আমরা চেষ্টা করবো যেন সবার মাঝে প্রতিযোগিতা থাকলেও কখনো প্রতিদ্বন্দ্বীতা না থাকে। ভ্রাতৃত্ব বজায় রেখে সবার সাথে মিলেমিশে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এজন্য সকলের সহযোগীতা প্রত্যাশা করছি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, সাংবাদিকতার প্রধান কাজ হলো সত্যকে তুলে আনা। ইসলামী বিশ্বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাংবাদিকদের একটি বিশেষ ভূমিকা আছে। কোনো ব্যক্তি বিশেষের দোষ বের করার জন্য নয়, সামগ্রিক কল্যাণের জন্যই সাংবাদিকতা। শব্দসৈনিকদের কোনরকম অসততা, স্বেচ্ছাচারিতা, মিথ্যাচার, লেজুড়বৃত্তি, প্রভুত্ব সৃষ্টির সুযোগ নেই। প্রশাসনের কিছু সুবিধাবাদী ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের নিষ্কলুষ মনকে কলুষিত করে। আমার পক্ষ থেকে সাংবাদিকদের দূষিত করার কোনো প্রচেষ্টা থাকবে না।আমার ভুলকে ধরিয়ে দেয়ার জন্য তোমরা লিখবে, আমার কোনো আফসোস নেই। তোমরা সৎ ও সাহস নিয়ে এমনভাবে কাজ করবে যাতে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে পারো।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |