শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

পেটের ওপর কৌশলে রাখা গাঁজাসহ আটক ২

পেটের ওপর কৌশলে রাখা গাঁজাসহ আটক ২

আটক

নিজস্ব প্রতিবেদক: অভিনব কৌশলে গাঁজা বহন করার সময় দুই তরুণকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানা। এ সময় পেটের ওপর বিশেষ কৌশলে রাখা চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটক দুইজন হলো, মোহাম্মদ আলতাব হোসেন (২২) ও মো. ছাদেক মিয়া (১৯)। তাদের বাড়ি হবিগঞ্জ সদর থানার কাশিপুর গ্রামে।

আরও পড়ুন: জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল আহাম্মদের নেতৃত্বে একটি টিম গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

শনিবার (৪ নভেম্বর) দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ এসব তথ্য জানান।

তিনি আরও জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে রাতেই দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

 

প্রতিদিনের কাগজ/এসআর

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |