মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

খিলগাঁওয়ে ব্যাংকের স্টাফ বাসে আগুন

খিলগাঁওয়ে ব্যাংকের স্টাফ বাসে আগুন

একে এম  রুহুল  আমিন  স্বপন: রাজধানীতে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে (বিআরটিসি) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে আটটার দিকে খবর পাই খিলগাঁও তালতলায় দুর্বৃত্তরা (বিআরটিসি) অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে। ওই খবরে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, স্থানীয়ভাবে অগ্নিনির্বাপণ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |