সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ

করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ

করোনা ভাইরাসের চতুর্থ ডোজ প্রয়োগের সুপারিশ করেছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। করোনাভাইরাস প্রতিরোধে এ কার্যক্রম হাতে নেওয়া হবে।বুধবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত কার্যক্রম শিগগিরই শুরু করা হবে। তবে প্রথম ধাপে ম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে। এছাড়া আগামী ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় ও বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইনে কর্মসূচি চলবে।

শামসুল আলম বলেন, এ উপলক্ষ্যে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০ লাখ ডোজ। ক্যাম্পেইনে মোট ১৭ হাজার ১১৬টি টিম কাজ করবে।দেশে এই পর্যন্ত শিশুসহ মোট জনসংখ্যার ৮৭ শতাংশ প্রথম ডোজ পেয়েছে। আর দুই ডোজ টিকা নিয়েছেন ৭৩ শতাংশ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |