শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

কক্সবাজারে গভীর রাতে মাকে হত্যা করে থানায় হাজির ছেলে

কক্সবাজারে গভীর রাতে মাকে হত্যা করে থানায় হাজির ছেলে

মনসুর আলম মুন্না, স্টাফ রিপোর্টার : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় ছেলের বিরুদ্ধে মাকে খুন করার অভিযোগ উঠেছে। পরে ছেলে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।  স্থানীয়দের দাবি, ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে প্রায় সময় মা আনোয়ারা বেগমকে অত্যাচার করতেন। পরে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে মাকে নৃশংসভাবে হত্যা করে।

জানা গেছে, আবিদের বাবা নিয়াজ আহমেদ নিজের চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় ছিলেন। সেই সুবাদে বাড়িতে ছিলেন আবিদ ও তার মা। মায়ের মুখ, মাথা ও হাতে কোপের চিহ্ন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান। তিনি জানান, ছেলেকে আটক করা হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |