সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

উদ্ধার হওয়া স্বর্ণালংকার-বৈদেশিক মুদ্রা আত্মসাতের অভিযোগ ওসির বিরুদ্ধে

উদ্ধার হওয়া স্বর্ণালংকার-বৈদেশিক মুদ্রা আত্মসাতের অভিযোগ ওসির বিরুদ্ধে

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা না নিয়ে উদ্ধার হওয়া স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা আত্মসাতের অভিযোগ উঠেছে । আনিত অভিযোগ অস্বীকার করেছেন ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। এ ব্যাপারে সদর ইউনিয়নের চর আজিমপুর গ্রামের ভুক্তভোগী প্রবাসী কাজী শরিফুর রহমানের বড় ভাই কাজী আরিফুর রহমান বাদী হয়ে রোববার (১২ জানুয়ারি) জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, সৌদি প্রবাসী কাজী শরিফুর রহমান সম্প্রতি দেশে ফেরেন। তার স্ত্রী চাঁদনী পরকীয়া প্রেমের সূত্র ধরে ৪ জানুয়ারি জনৈক যুবকের সঙ্গে অন্যত্র পালিয়ে যান। এ সময় চাঁদনী শরিফুল ইসলামের বিদেশ থেকে আনা ৮ ভরি স্বর্ণালংকার, ৪৫ হাজার সৌদি রিয়াল ও দুটি স্মার্ট ফোন নিয়ে পালিয়ে যান। অনেক খোঁজাখুজির পর রাতে থানায় অভিযোগ করতে গেলে ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর উল্টো চাঁদনী আক্তারকে খুন করে লাশ গুম করার অভিযোগে আরিফুরের পরিবারের লোকজনকে গ্রেপ্তারের ভয় দেখায়।

এদিকে পুলিশকে চাঁদনীর মোবাইল ফোন ট্র্যাকিং করে দেখার অনুরোধ করলেও নানা অজুহাতে ৫ দিন অতিবাহিত হয়। পরে ওসির সহযোগিতায় থানা পুলিশ গত ৯ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে সাভারের বিরুলিয়া এলাকার ৫ তলা ভবন থেকে চাঁদনীসহ জড়িত ওই যুবককে আপত্তিকর অবস্থায় আটক করে থানায় নিয়ে আসে। সকলের উপস্থিতিতে চাঁদনী আক্তারের কাছ থেকে সমস্ত বৈদেশিক মুদ্রা ও স্বর্ণাললংকার উদ্ধার করে পুলিশ ।

এ সময় অভিযোগকারীর পক্ষ থেকে চাঁদনীসহ জড়িত ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করতে চাইলে ওসি উল্টো তাদের পেন্ডিং মামলায় গ্রেপ্তারের ভয়ভীতি দেখান। সেই সঙ্গে উদ্ধার করা স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা আত্মসাতের মামলা না নিয়ে চাঁদনীকে থানা থেকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন তিনি । চাঁদনী রাজি হলে ওসি তাদের দুজনকে ছেড়ে দেন। ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর প্রবাসী কাজী শরিফুলের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার আত্মসাৎ করে পরিবারটিকে হেনেস্তা করেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |