শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

ঢাবিতে থাকছে না গণরুম

ঢাবিতে থাকছে না গণরুম

ঢাবিতে থাকছে না গণরুম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবাসিক হলে গণরুম বিলুপ্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া আগামী ২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালুর বিষয়ে সভায় আলোচনা করা হয়। এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রভোস্টদে নির্দেশনা প্রদান করা হয়েছে সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে সভা সূত্রে জানা গেছে।

সভা সূত্রে আরো জানা যায়, হলের গেমস্ রুমকে সহশিক্ষামূলক কার্যক্রমে ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়। অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |