বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
মোস্তফা কামাল, চবি প্রতিনিধি: নতুন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জ চিহ্নিত করে তা মোকাবেলার উপায় খুঁজে বের করতে হবে। “DEMOCRACY FROM THEORY TO PRACTICE” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ কথা বলেন।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১:৩০ টায় চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাশ রুমে চবি লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
চবি উপাচার্য বলেন, ‘গণতন্ত্র একটি তত্ত্ব হিসেবে স্বাধীনতা, সাম্য ও ন্যায়বিচারের ধারণা প্রদান করে। এটির মূলমন্ত্র হলো জনগণের ক্ষমতায়ন ও সক্রিয় অংশগ্রহণ। তিনি আরও বলেন, তত্ত্বের সীমারেখা থেকে এটি যখন বাস্তব জীবনে রুপান্তরিত হয়, তখন বিভিন্ন চ্যালেঞ্জর মুখোমুখি হতে হয়। গণতন্ত্রকে সমাজের প্রতিটি স্তরে কিভাবে প্রয়োগ করা যায়, তার পথ বের করতে হবে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে প্রশাসন ও জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহবান জানান।
তিনি আরো বলেন,সেমিনারে উপস্থাপিত আলোচনা পর্যালোচনার মাধ্যমে গণতন্ত্রের বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো খুঁজে বের করে তা সমাধানের উপায় পাওয়া যাবে মর্মে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। সেমিনারে প্রধান বক্তা ছিলেন International Foundation for Electoral Systems (IFES) এর কান্ট্রি ডিরেক্টর Dr. Tanyel Taysi. সেমিনারে উপস্থিত ছিলেন MGR এর পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আইনুল ইসলাম, ডিএফটিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী ও চবি লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, সহযোগী অধ্যাপক জনাব মোরশেদুল হক, চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক জনাব আফজালুর রহমান ও IFES এর প্রজেক্ট অফিসার জনাব রাকিবুল ইসলাম।
চবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন,গণতন্ত্র চর্চায় সহনশীলতা, সময়ানুবর্তিতা ও দায়িত্বের প্রতি সংশ্লিষ্টদের সচেষ্ট থাকতে হবে। গণতন্ত্রের মৌলিক নীতি জনগণের সার্বভৌমত্ব, আইনের শাসন, মানবাধিকার, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। তিনি গণতন্ত্র বাস্তবায়নে প্রতিনিধিত্বমূলক সরকার, সুশাসন, ন্যায়বিচার, গণমাধ্যমের স্বাধীনতা, নাগরিক সমাজের ভূমিকা, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করার কথা বলেন।