বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার টিজার প্রকাশ

সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার টিজার প্রকাশ

প্রকাশ পেয়েছে সালমান খানের বহুল আলোচিত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার টিজার। সোমবার সামাজিক মাধ্যমে টিজারটি প্রকাশ করেছেন সালমান খান নিজেই।

টিজারে নতুন লুকের সালমানকে দেখা গেছে। লম্বা চুল, দাড়ি-গোঁফ, চোখে সানগ্লাসে একেবারেই অন্যরকম লাগছে অভিনেতাকে। টিজারের শুরুতেই মোটরসাইকেল চালাতে দেখা যায় অভিনেতাকে। এরপর সালমানকে হাঁটতে দেখা যায় পাহাড়ে ঘেরা এলাকায়। এসময়ের সালমানের হাতের ব্রেসলেটও দেখানো হয় পরিষ্কারভাবে। সবশেষে সিনেমার নাম সামনে আসে। তবে ছবি মুক্তির তারিখ দেখানো হয়নি টিজারে।

‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিটি প্রথমে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামে পরিচিত ছিল। এরপরে শোনা গিয়েছিল ছবির নাম হবে ‘ভাইজান’। চূড়ান্ত নাম ‘কিসি কা ভাই, কিসি কা জান’।

এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। এই ছবিতে সালমান ছাড়াও দেখা যাবে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতির। চলতি বছরের শেষে মুক্তি পাবে এই ছবি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |