সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

বিয়ের একমাস পূর্তিতে ভালোবাসায় ‘ডুব’ জাহির-সোনাক্ষীর

বিয়ের একমাস পূর্তিতে ভালোবাসায় ‘ডুব’ জাহির-সোনাক্ষীর

বিয়ের একমাস পূর্তিতে ভালোবাসায় ‘ডুব’ জাহির-সোনাক্ষীর

বিনোদন ডেস্ক :
বিয়ের একমাস পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। গত (২৩ জুন) সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। বিয়ের পরে বর্তমানে হানিমুন পর্ব উপভোগ করছেন নবদম্পতি। বর্তমানে ফিলিপাইনে দ্বিতীয় হানিমুন সেলিব্রেট করেছেন সোনাক্ষী ও জাহির। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের একান্ত মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন দুজন। একটি ছবিতে সুইমিংপুলে কালো মনোকিনিতে দেখা গেছে সোনাক্ষীকে। এসময় অভিনেত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছেন তার স্বামী।

ইনস্টাগ্রাম স্টোরিতে সোনাক্ষী তার মধুচন্দ্রিমার ছবি শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ‘এখন আমাকে এখানে জাহির ইকবালের জন্য অপেক্ষা করতে হবে। কারণ, আমাদের দু’জনের আলাদা ফ্লাইট ছিল।’ একইসঙ্গে হাসির ইমোজিও দিয়েছেন তিনি। হানিমুনে রোম্যান্সের সঙ্গে চলছে জমিয়ে খাওয়াদাওয়া। খেতে খেতেই ক্যামেরায় পোজ দিচ্ছেন তারকা দম্পতি। তাদের একের পর এক ছবিতে ভক্তরাও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। সাত বছর আগে এই দিনেই আলাপ হয়েছিল যুগলের। সব প্রতিবন্ধকতা পেরিয়ে গত মাসের বিশেষ এই দিনেই নতুন জীবন শুরু করেছেন এই দম্পতি। যদিও তাদের বিয়ে নিয়ে পারিবারিকভাবে কম বিতর্ক হয়নি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |