বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

সংগীতশিল্পী জুয়েল মারা গেছেন

সংগীতশিল্পী জুয়েল মারা গেছেন

নিজস্ব  প্রতিবেদক: সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল না ফেরার দেশে চলে গেলেন। দেশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার বেলা ১১টা ৫৩ মিনিটে মারা যান জুয়েল। সামাজিকমাধ্যমে বিনোদন অঙ্গনের অনেকেই জানিয়েছেন তার মৃত্যুর খবর। সাংবাদিক ও চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান নিজের ফেসবুকে লিখেছেন, ‘জুয়েল ভাই ভালো থাকবেন।’ নাট্য নির্মাতা সকাল আহমেদও তার মৃত্যুর খবর দিয়েছেন ফেসবুকে।

গত ২৩ জুলাই রাতে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় হাসান আবিদুর রেজা জুয়েলের। অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। এরপর চিকিৎসকরা আইসিইউতে নেন। রাখেন ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে।

এরপর জুয়েলের ভাই মহিবুল রেজা বলেছিলেন, ‘হাসান আবিদুর রেজা জুয়েলের ফুসফুসের ইনফেকশন অনেকটাই কমে এসেছে। সেখানে জমে থাকা পানি ক্রমেই বের করা হচ্ছে। হৃদযন্ত্র, কিডনি ও ব্রেন কাজ করছে। ধীরে ধীরে হলেও ভাইয়ের অবস্থার উন্নতির দিকে যাচ্ছে। তবে এখনো নিজে শ্বাস নিতে পারছেন না। তাই এখনো ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |