সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

মারা গেছেন অভিনেতা ডার্লিংটন মাইকেলস

মারা গেছেন অভিনেতা ডার্লিংটন মাইকেলস

মারা গেছেন অভিনেতা ডার্লিংটন মাইকেলস

বিনোদন ডেস্ক: প্রখ্যাত দক্ষিণ আফ্রিকান অভিনেতা ডার্লিংটন মাইকেলস আর নেই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। টাইমস অব ইন্ডিয়ার সূত্র অনুযায়ী, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মাইকেলস। চিকিৎসাও চলছিল তার। তবে শেষরক্ষা হলো না। অবশেষে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। প্রায় ২০ বছর ধরে নিজের অভিনয় দক্ষতায় ভক্তদের আনন্দিত করে আসছিলেন মাইকেলস। দক্ষিণ আফ্রিকার অন্যতম আইকনিক টেলিভিশন ভিলেন বিবেচনা করা হয়েছিল এই অভিনেতাকে।

ইসিডিঙ্গোতে জর্জি ‘পাপা জি’ জামদেলার চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন তিনি। সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশন (এসএবিসি) ডার্লিংটন মাইকেলসের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করেছে। ওই বিবৃতিতে লেখা হয়েছে, ‘এসএবিসি কিংবদন্তি ডার্লিংটন মাইকেলসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বিনোদন শিল্পে অভিনেতার বিশাল অবদান চিরদিন স্মরণ করা হবে। আমরা মাইকেলস পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |