বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

এবার দেশি ওটিটিতে ঝলক দেখাবেন জয়া

এবার দেশি ওটিটিতে ঝলক দেখাবেন জয়া

অনলাইন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান তিনি। ঢালিউড-টালিউডে অভিনয়ের দ্যুতি ছড়ানোর পর বাজিমাত করেছেন বলিউডেও। এবার দেশি ওটিটিতে ঝলক দেখাবেন জয়া।

চলতি বছরের মার্চে একটি সিরিজে অভিনয়ের কথা জানিয়েছিলেন অভিনেত্রী। এ সিরিজের মাধ্যমেই দেশি ওটিটিতে অভিষেক হওয়ার কথা ছিল তার। তবে সেটির তেমন কোনো অগ্রগতি ছিল না।

কিন্তু বছরের শেষপ্রাপ্তে জয়া জানালেন, শিগগিরই সিরিজটির শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। সিরিজটির শিরোনাম ‘জিম্মি’। এটি নির্মাণ করছেন আশফাক নিপুন।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে জয়া বলেন, সিরিজের কাজটা আরও আগে শুরু হওয়ার কথা ছিল। নানান কারণে সেটা করা যায়নি। তবে শিগগিরই শুটিং শুরু হচ্ছে। আর এটাই হতে যাচ্ছে আমার প্রথম ওয়েব সিরিজ।

জানা গেছে, ‘জিম্মি’-তে স্বামীকে নিয়ে সংগ্রামী এক সরকারি নারী কর্মচারীর চরিত্রে দেখা যাবে জয়াকে। এ দিকে গত কয়েক বছর বাংলাদেশের তুলনায় ভারতীয় সিনেমায় বেশি দেখা গেছে তাকে। তাই স্বাভাবিকভাবেই অনেকের ধারণা, নিজের দেশের চেয়ে ভারতেই বেশি সময় ব্যয় করেন জয়া।

বিষয়টি খোলাসা করে অভিনেত্রী বলেন, আমি মূলত শুটিংয়ের জন্য কলকাতায় যাই, যেমন অভিনয়শিল্পীরা আউটডোর শুটে যায়, সেরকম। আমার কলকাতায় কাজ থাকলে যাই এবং একাজ শেষ হলে ঢাকায় ফিরে আসি। কিন্তু মানুষ ভাবে, বেশিরভাগ সময় সেখানেই থাকি আমি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |