বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

রুমির কথা ও সুরে প্রথমবার গাইলেন ন্যান্সি

রুমির কথা ও সুরে প্রথমবার গাইলেন ন্যান্সি

মাহমুদুল হাসান রতন: রুমির কথা ও সুরে প্রথমবার ন্যান্সি এবং মিলন নিঃস্ব হবো শিরোনামের নতুন গানে প্রথমবার গাইলেন ন্যান্সি এবং মিলন গানটি লিখেছেন এবং সুর করেছেন মামুন আফনান রুমি এবং মিউজিক করেছেন এস ডি সাগর।

নিঃস্ব হবো গানটি নিয়ে রুমি বলেন আমার কথায় এবং সুরে ন্যান্সি আপু এবং মিলন ভাইয়ের কন্ঠে গানটি পরিপূর্ণতা পেল এবং তাদের জন্য এ কাজটি করতে পেরে আমি ভীষণ আনন্দিত চেষ্টা করেছি ভালো কিছু করার। ন্যান্সি আপু এবং মিলন ভাইয়া অসাধারণ গেয়েছে গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে গানটি প্রকাশিত হওয়ার পর দর্শকের কাছে আশা করি অনেক ভালো লাগবে।

গানটি নিয়ে ন্যান্সি বলেছেন, গানটির কথা ও সুর আমার খুব ভালো লেগেছে আশা করি সবার পছন্দ হবে।
মিলন বলেছেন, রুমির কথা সুরে গাইলাম ন্যান্সি আপুর সাথে খুব ভালো লেগেছে। চমৎকার হয়েছে গানটি।
আশা করি সবার পছন্দ হবে আমার এবং ন্যান্সি আপুর জুটির নতুন গানটি নতুন বছরে মিউজিক ভিডিওসহ প্রকাশিত হবে। ত্রয়ী মিউজিক চ্যানেল থেকে গানটির জন্য স্পেশাল ধন্যবাদ তানভীর সাজ্জাদ ভাইয়াকে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |