বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

নববধূর সাজে বিয়ের পিঁড়িতে অপু বিশ্বাস!

নববধূর সাজে বিয়ের পিঁড়িতে অপু বিশ্বাস!

বার্তা ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাসের দেখা মিলল নববধূর সাজে! তবে কি নতুন করে বিয়ের পিঁড়িতে বসছেন ঢালিউড ক্যুইন? উত্তরটি হচ্ছে হ্যাঁ, নববধূর সাজেই দেখা দিয়েছেন এ অভিনেত্রী। কিন্তু সেটি নতুন করে বিয়ের জন্য নয়। মূলত একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন। এ জন্যই নববধূর সাজে সেজেছিলেন অপু বিশ্বাস।

সম্প্রতি রাজধানীর যমুনা গ্রুপের সিস্টার কনসার্ন ভোগ লাইফস্টাইল লাউঞ্জ ব্রাইডাল মেকআপ আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরুর ঘোষণা দেয়। এ উপলক্ষে একটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। যেখানে মডেল হয়েছিলেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, সাজ্জাদ হোসাইন, মিমি ও লাবণ্য।

এ বিজ্ঞাপনের জন্যই বিয়ের সাজে সেজেছিলেন। আর সেই সাজে মুগ্ধতা ছড়িয়েছেন অপু বিশ্বাস। সাজ, পোশাক, অলংকার বিশেষভাবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের নজর কেড়েছে।

ঢালিউড ক্যুইনকে নববধূর সাজে ফুটিয়ে তোলার জন্য স্টাইলিং অ্যান্ড কোরিওগ্রাফার, সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার এবং সেট ডিজাইনার হিসেবে কাজ করেছেন যথাক্রমে মাহফুজ কাদেরি, সাইদ শাহিউর হুসাইন, মোবারক ফায়সাল এবং কিবরিয়া চঞ্চল।

প্রসঙ্গত, ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয় নিয়ে প্রায়ই শিরোনামে জায়গা করে নিয়ে থাকেন অপু বিশ্বাস। বিশেষ করে দাম্পত্যজীবনে চিত্রনায়ক শাকিব খান ও ছেলে আব্রাম খান জয়কে নিয়ে বেশি আলোচনা হয়ে থাকে। যদিও নায়কের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |