বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪০

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪০

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সেইসাথে মারা গেছেন ১ জন। আজ শুক্রবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী সবাই ঢাকা বিভাগের। নতুন ৪০ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৩ জনে। তাদের ২৮৭ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ৭৬ জন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৫ আগস্ট) পর্যন্ত তিন হাজার ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৯৩ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

উল্লেখ্য, দেশে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ১০৫ জন। আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |