মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পেয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক লেনদেন সহযোগী প্রতিষ্ঠান-নগদ। কিছু শর্তসাপেক্ষে নগদকে এই অনুমোদন দেওয়া হয়েছে। নামকরণ করা হয়েছে নগদ ফাইন্যান্স প্রাইভেট কোম্পানি লিমিটেড। এ নিয়ে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো ৩৫টি।
মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ৪২৪তম পর্ষদ সভায় কার্যক্রম পরিচালনার জন্য এলওআই (লেটার অফ ইন্টেন্ট) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘কিছু শর্তসাপেক্ষে নগদকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এলওআই দেওয়া হয়েছে।’
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
প্রসঙ্গত, দেশের মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য যেকোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অঙ্গপ্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) হতে হয়। কিন্তু নগদ কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি নয়। তাই তারা এতদিন কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স পায়নি। এখন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক অনুমোদন পেলো নগদ। এখন থেকে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে সারা দেশে মোবাইল ব্যাংকিং পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, নগদ ছাড়াও দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) সেবা প্রতিষ্ঠান আরও ১৩টি প্রতিষ্ঠান রয়েছে।