মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়েছে, যেসব ব্যাংক শাখায় সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তীত অফিস সময়সূচির অনুবর্তনের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেসব শাখায় সান্ধ্যা ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
২০১২ সালে বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনায় সান্ধ্য ব্যাংকিংয়ের সময়সূচি ব্যাংকের অফিস সময়ের পরবর্তী ২ ঘণ্টা নির্ধারণ করা হয়। সে হিসাবে যদি ব্যাংকিং অফিসের সময় বেলা ৩টায় শেষ হয়, তাহলে সান্ধ্য ব্যাংকিং সময়সূচি ৫টা পর্যন্ত চলবে।
এর আগে ২৪ আগস্ট ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পর্যন্ত চলছে ব্যাংক লেনদেন।