বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তুরাগ তীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তুরাগ তীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবারে হাজারো মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এদিন দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হয় তুরাগ নদের তীরে

দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নামাজ শুরু হয়। মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী এতে ইমামতি করেন। দেশের বৃহত্তম এ জুমার জামাতে অংশ নিতে রাত থেকেই মুসল্লিরা ভিড় করেন ইজতেমা ময়দানে।

নামাজ শুরুর আগে উত্তরা থেকে আগত এক মুসল্লি বলেন, প্রথম পর্বের জুমার নামাজে শামিল হতে পারিনি। তাই আজ চলে এলাম। ভালোই লাগছে, কারণ গতবারের চেয়ে ভিড় কম।

আশুলিয়া থেকে আগত আরেক মুসল্লি বলেন, জুমার নামাজটা ইজতেমায় সবার সঙ্গে আদায় করার জন্য এখানে এলাম। আশা করি আল্লাহপাক নামাজ কবুল করবেন।

সন্তানসহ আগত এক মুসল্লি বলেন, নিজের ছেলেকে নিয়ে আজ এ বিশাল ময়দানে লাখ লাখ মানুষের সঙ্গে নামাজ আদায় করব, ভাবতেই ভালো লাগছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |