শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
আবুল হাসনাত মিনহাজ, চট্টগ্রাম : জাতিসংঘে সর্বসম্মতিক্রমে নেওয়া রেজুলেশন কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি প্রদান করায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল। আনন্দ মিছিলটি বিকাল৩:৩০ ঘটিকায় নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ এর নেতৃত্বে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন রেল স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন,জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাস্থ্যখাতের ভিত্তি গড়ে দিয়েছেন।
তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেই ভিত্তিকে কলেবরে বৃদ্ধি করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যসেবা খাতের নেওয়া উদ্যোগ এর আগে বহু আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সেই স্বীকৃতি শেখ হাসিনার এসব উদ্যোগগুলো আন্তর্জাতিক পরিমন্ডলে রোল মডেল হিসাবে বিবেচিত হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলাল,তসলিম উদ্দিম,সুজিত দাশ,মনোয়ার জাহান মনি,আজিজ মিছির,নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি,মিনহাজুল আবেদিন চৌধুরী সায়েম,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।