শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
শাকের বিন ফয়েজ, কক্সবাজার: কক্সবাজার পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় ১২ নেতাকে শোকজ করেছে ( বিএনপি ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিতে যাওয়ায় তাদেরকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দিয়েছে দলটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই শোকজ নোটিশে চব্বিশ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।
বিএনপি’র ১২ নেতা হলেন– কক্সবাজার জেলা কৃষক দলের আহ্বায়ক, বর্তমান কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, জেলা মহিলা দলের সভাপতি ও বর্তমান কাউন্সিলর নাছিমা আক্তার বকুল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য ও বর্তমান কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, কক্সবাজার শহর মৎস্যজীবী দলের সভাপতি এম জাফর আলম হেলালী, জেলা যুবদলের সদস্য ও বর্তমান কাউন্সিলর ওমর সিদ্দিক লালু, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক ও বর্তমান কাউন্সিলর জাহেদা আক্তার, জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন শাহেদ, কক্সবাজার শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিটন, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার টিপু, শহর শ্রমিক দলের সভাপতি আবছার কামাল ও শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রিয়াদ।
দলের ১২ নেতাকে শোকজ করার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন- ‘বর্তমান সরকার গঠিত নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। কেউ অংশ নিলে এবিষয়ে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে’। কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এসএম শাহাদাত হোসেন জানান, আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে ও প্রতীক বরাদ্দ হবে ২৬ মে।