শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
সীতাকুণ্ড, চট্টগ্রাম : সীতাকুণ্ডে শীতলপুরে এসএন কর্পোরেশন শিপইয়ার্ডকে গ্রীন শিপইয়ার্ড ঘােষণা করেছে জাপানের আন্তর্জাতিক প্রতিষ্ঠান ক্লাসএনকে। কারখানাটির কার্যালয়ে এসএন কর্পােরশনের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর হাতে গ্রীন শিপ ইয়ার্ডের সনদ তুলে দেন ক্লাসএনকে’র মহাব্যবস্থাপক জুনিছি হিরাথা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসবিআরএ সভাপতি আবু তাহের। এসএন ককর্পোরেশন প্রধান নির্বাহী বরকত উল্লাহসহ আরও উপস্থিত ছিলেন বিএসবিআরএ সচিব মা. ছিদ্দিক ও সহকারি সচিব নাজমুল ইসলাম। শিপব্রেকার্স এসএন গ্রীন কর্পােরেশন শিপইয়ার্ডের মালিক শওকত আলী চৌধুরী বলেন, বাংলাদেশে একমাত্র জাহাজ ভাঙা ইয়ার্ডগুলাে হচ্ছে সীতাকুণ্ডের সাগর উপকুল।
এলসি ও ডলার সমস্যার কারণ দেড় শতাধিক ইয়ার্ডর মধ্য বর্তমান চালু আছে ৩০ থেকে ৩৫ ইয়ার্ড। অনেক অর্থ ব্যয় করে ইয়ার্ডগুলাে গ্রীন ইয়ার্ড রুপান্তর করা হচ্ছে। ২০২৬ সালের মধ্যে বাংলাদশ, ভারত ও পাকিস্তানের ইয়ার্ডগুলাে অবশ্যই গ্রীন শিপইয়ার্ড করতে হবে। কারখানা পরিদর্শন এস ক্লাসএনক’র প্রতিনিধিরা সন্তুষ্টি প্রকাশ করেছে। বিএসবিআর এর সভাপতি আবু তাহের বলেন, জাহাজভাঙা কারখানা চালাতে হলে সবাইকে গ্রীন শিপ ইয়ার্ড করতেই হবে,এবং এর কােন বিকল্প নেই। গ্রীন শিপইয়ার্ড হলে এ সংক্রান্ত ৯০ শতাংশ সমস্যার সমাধান হবে। জাহাজভাঙা কারখানাকে ‘লাল’ শ্রেণিভুক্ত করেছে সরকার। আগে জাহাজভাঙা কারখানা ছিল ‘কমলা’ খ’ শ্রেণিভুক্ত। এখন তারা পূর্বের অবস্থায় ফিরে নেওয়ার দাবি জানিয়ে আসছেন।