মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদন :রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে আগুনটি খুব ছোট ছিল এবং তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলা হয়েছে। এ ঘটনা কোনো নাশকতা ছিল কি না তা প্রাথমিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি। ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন ট্রেনে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেনের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের উপরে একটা চটের বস্তা ছিল। এতে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে বাধা পাচ্ছিল। হঠাৎ করে ওই চটের বস্তায় আগুন দেখা যায়। বিষয়টি টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুন নেভায়। পরবর্তীতে ট্রেনটি আবার গন্তব্যে ছেড়ে যায়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এটা আমাদের কাছে নাশকতা মনে হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— সাইলেন্সারের পাইপ থেকে নির্গত ধোঁয়া চটের বস্তায় বাধাগ্রস্ত হয়ে আগুন লেগেছিল।

রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের পর ট্রেনে আগুন দেখা যায়। এরপর ক্যান্টনমেন্ট স্টেশনেই ট্রেনটি থামানো হয়।

 

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |