শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

রিমান্ড শেষে সাবেক মেয়র আতিকসহ ৩ জন কারাগারে

রিমান্ড শেষে সাবেক মেয়র আতিকসহ ৩ জন কারাগারে

রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুইজন হলেন- বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এবং রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী। শুক্রবার (২২ নভেম্বর) পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

এদিন দুপুরে তাদের তিনজনকে আদালতে হাজির করা হয়। এরপর উত্তরা পূর্ব থানার বকুল মিয়া হত্যা মামলায় আতিকুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মাহমুদুর রহমান। আবেদনে তিনি বলেন, আতিকুল ইসলাম ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা এবং ফ্যাসিস্ট সরকারের সমর্থনপুষ্ট ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন। ঘটনার দিন ১৭ জুলাই এ আসামির নির্দেশে তার অধীনস্থ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলদের নেতৃত্বে অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার মিছিল বানচালের চেষ্টায় শান্তিপূর্ণ মিছিলে আন্দোলন চালিয়ে আসামিদের কাছে থাকা বৈধ-অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়েছে মর্মে প্রাথমিক তদন্তে তথ্য প্রমাণাদি পাওয়া গেছে।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জোবায়ের ওমর খানের মৃত্যুতে যাত্রবাড়ী থানার হত্যা মামলায় পুলিশের সাবেক দুই কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। এসময় আসামিপক্ষ থেকে জামিন চাওয়া হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম আফনান সুমি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৩ নভেম্বর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বরিশাল মহানগর এলাকা থেকে আলেপ উদ্দিনকে ও রাঙ্গামাটি জেলার কাউখালী (বেতবুনিয়া) এলাকা মহিউদ্দিন ফারুকীকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |