শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

পরিসংখ্যানে উঠে এল বেকারের নতুন চিত্র

পরিসংখ্যানে উঠে এল বেকারের নতুন চিত্র

নিউজ ডেস্ক:  দেশের কর্মজীবী মানুষের সংখ্যা ৬ কোটি ৭৫ লাখ ১০ হাজারে দাঁড়িয়েছে। এরমধ্যে ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার পুরুষ এবং ২ কোটি ২৫ লাখ ৭০ হাজার নারী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপের তথ্য অনুযায়ী, একই সময়ে দেশে বেকারের সংখ্যা ছিল ২৫ লাখ ৫০ হাজার। এর আগের প্রান্তিকে (এপ্রিল-জুন) বেকারের সংখ্যা ছিল ২৬ লাখ ৬০ হাজার। ফলে সামান্য হ্রাস দেখা গেছে।

পরিসংখ্যানবিদদের ১৯তম আন্তর্জাতিক সম্মেলন (আইসিএলএস) অনুযায়ী প্রস্তুত করা ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর মাসের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ থেকে এ তথ্য জানা গেছে। রোববার (৫ জানুয়ারি) নতুন এই জরিপ প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

জরিপে বলা হয়েছে, জরিপের আগের সাত দিনে যারা এক ঘণ্টাও কোনো কাজ করেনি, কিন্তু কাজ করার জন্য প্রস্তুত ছিল মূলত সার্বিকভাবে তারাই বেকার জনগোষ্ঠী। একইসঙ্গে তারা জরিপের পরের দুই সপ্তাহেও কাজের জন্য প্রস্তুত ছিল। এছাড়া জরিপের আগের ৩০ দিনে বেতন বা মজুরি অথবা মুনাফার বিনিময়ে করার জন্য কোনো না কোনো কাজ খুঁজেছেন, এমন ব্যক্তিরাও জরিপে বেকার হিসেবে বিবেচিত হন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |