বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন

বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে বিচারকাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এরইমধ্যে আদালতের এজলাস কক্ষ আগুন দিয়ে পোড়ানোর খবর পাওয়া গেছে।  বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে এজলাস কক্ষে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

লালবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে এজলাস কক্ষের চেয়ার, টেবিল, এসিসহ সব কিছু পুড়ে গেছে।” আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আন্দোলরত শিক্ষার্থীরা দাবি করেছেন, ভোরে বহিরাগতরা এসে আদালতের এজলাস কক্ষে আগুন দিয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাত থেকে শিক্ষার্থীরা আলিয়া মাদ্রসা মাঠে অবস্থান নেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মোড়, পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার, বকশিবাজার অরফানেজ রোড ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন। পরে পরিস্থিতে নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান সেনবাহিনী ও পুলিশ। শিক্ষার্থীদের দাবি, বিচার কাজ চলমান থাকলে শিক্ষা কার্যক্রম বিঘ্ন হয়। এর আগে বেশ কয়েকবার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পরও সমাধান হয়নি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |