মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন করতে হবে: এমপি হারুন

নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন করতে হবে: এমপি হারুন

বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদ জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন তো ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি। সুতরাং নির্বাচন করতে হলে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে। আজ বুধবার (৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের রাষ্ট্রব্যবস্থা নির্বাচনী অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। ভোটকেন্দ্রে গোপন কক্ষে রয়েছে ছাত্রলীগ-যুবলীগ, নয়তো প্রশাসনের অথবা ডিবির লোক ছদ্মবেশী ডাকাত। হারুন বলেন, বর্তমান সরকার জালিম এবং মুনাফেক। তাদের কথা ও কাজের মিল নেই। তারা আমানতের খেয়ানত করছে। দেশে বিদ্যুৎ নেই। সারের দাম বাড়ালো। দেশকে ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাচ্ছে।

দেশে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে উল্লেখ করে হারুন বলেন, আমরা যে নির্বাচনে এমপি সেটা সরকারের একটা কূটকৌশল। সে সময় চূড়ান্ত প্রহসন হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |