রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

ইসকনের বিরুদ্ধে কঠোর হলেও মামুনুল হক নমনীয় হিন্দু বিষয়ে

ইসকনের বিরুদ্ধে কঠোর হলেও মামুনুল হক নমনীয় হিন্দু বিষয়ে

অনলাইন ডেস্ক: হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা মামুনুল হক ইসকনকে রুখে দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, হিন্দুদের নিরাপত্তা দেব আমরা তবে ইসকন সন্ত্রাসী সংগঠন, তাদের রুখে দেয়া হবে। ওরা আমাদের দেশের শান্তিকে নষ্ট করার চেষ্টা করছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে খেলাফত মজলিশ আয়োজিত জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

সমাবেশে মাও. মামুনুল হক হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, আপনাদের নিরাপত্তা রাষ্ট্র দিতে ব্যর্থ হলে হেফাজত ইসলাম আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। ভয়ের কোন কারণ নেই। তবে দেশের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হবেন না।

অতি দ্রুত ইসকনকে নিষিদ্ধ করতে সরকারের কাছে দাবি তুলেন। নয়তো হেফাজত ইসলাম রাজপথে নামতে বাধ্য হবে বলে জানান তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে হেফাজত ইসলামের মহাসচিব বলেন, শেখ হাসিনা প্রতিশোধের রাজনিতীতে বিশ্বাসী ছিল বলেই শেষ পর্যন্ত তার দল আওয়ামী লীগের নিবেদিত কর্মীদের সঙ্গেও প্রতিশোধ নিয়েছেন। শেখ হাসিনার মতো তার বাবাও খুনের রাজত্ব কায়েম করেছিল, আর এ কারণেই ৭৫ এর সৃষ্টি হয়েছিল।

এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আকবর আলী, মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মুফতি শরাফত হোসেনসহ অনেকে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |