সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

মহাকাশে উড়লো পৃথিবীর প্রথম কাঠের স্যাটেলাইট

মহাকাশে উড়লো পৃথিবীর প্রথম কাঠের স্যাটেলাইট

অনলাইন ডেস্ক:  কাঠ দিয়ে তৈরি পৃথিবীর প্রথম স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। কিয়েটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বিশ্বাস করেন, এই ধরনের উপকরণ মহাকাশে ভেসে থাকা ধাতব আবর্জনা হ্রাস করতে সাহায্য করবে। গবেষণার লক্ষ্য হলো—এই স্যাটেলাইটটি বায়ুমণ্ডলে প্রবেশের সময় পুরোপুরি পুড়ে যাওয়া, যা ধাতব উপাদান থেকে সৃষ্ট দূষণ এড়াতে সহায়ক হতে পারে।

লিগনোস্যাট নামক এই পরীক্ষামূলক স্যাটেলাইটটি একটি ছোট বাক্স আকৃতির, যার প্রতিটি পার্শ্ব মাত্র ১০ সেন্টিমিটার। এটি ফ্লোরিডার নাসার-র কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স -এর একটি চালকবিহীন রকেটে করে উৎক্ষেপিত হয়। কিয়েটো বিশ্ববিদ্যালয়ের হিউম্যান স্পেসোলজি বিভাগ জানায়, স্যাটেলাইটটি একটি বিশেষ কন্টেইনারে নিরাপদে মহাকাশে পৌঁছেছে।

লিগনোস্যাট (LignoSat) -এর সহ-উন্নয়নকারী সুমিতমো ফরেস্ট্রির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, এটি সফলভাবে উৎক্ষেপিত হয়েছে এবং অল্প সময়ের মধ্যে এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পৌঁছাবে। প্রায় এক মাস পর এটি মহাকাশে মুক্ত করা হবে এবং এর শক্তি ও স্থায়িত্ব পরীক্ষা করা হবে।
গবেষকরা স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহ করবেন এবং দেখবেন, এটি তাপমাত্রার চরম পরিবর্তন সহ্য করতে পারে কিনা। কিয়েটো বিশ্ববিদ্যালয়ের বিশেষ অধ্যাপক এবং মহাকাশচারী তাকাও দাও বলেন, ধাতব নয় এমন স্যাটেলাইটগুলোই ভবিষ্যতে বেশি প্রচলিত হতে পারে।

উল্লেখযোগ্য বিষয়, কাঠের স্যাটেলাইট মহাকাশ পরিবেশ রক্ষা এবং স্পেস জাঙ্ক কমানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |