সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

কক্সবাজারে সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা

কক্সবাজারে সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদরের ভারুয়াখালিতে নবাব মিয়া (৪৫) নামে পুলিশের সাবেক এক কনস্টেবলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে ভারুয়াখালির বড় চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নবাব মিয়া ওই এলাকার আবদুল হকের ছেলে ও কক্সবাজার জেলা ও জজ আদালতের আইনজীবী শওকত বেলালের বড় ভাই। তিনি পেশায় সাবেক একজন পুলিশ সদস্য ছিলেন।

নিহতের বড় ভাই আইনজীবী শওকত বেলাল বলেন, নবাব মিয়া একটি জাল কিনে সেটি একই এলাকার নুর আহমদের ছেলে দিদার মিয়াকে ভাগে দেয়। এটাকে কেন্দ্র করে ১৫ দিন আগে দুজনের মধ্যে মতবিরোধ হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে স্থানীয় আবদুল শুক্কুরের বাড়ির একটি সালিস থেকে আসার পথে নুর আহমদের নেতৃত্বে মোহাম্মদ ইলিয়াছ, আয়াছ মিয়া, দিদার মিয়াসহ আরও কয়েকজন মিলে নবাব মিয়াকে কোপায়। এতে গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম উদ্দীন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |