বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

চট্টগ্রামে ভয়াবহ আগুনে ভস্মীভূত ৬০ বসতঘর

চট্টগ্রামে ভয়াবহ আগুনে ভস্মীভূত ৬০ বসতঘর

চট্টগ্রামে ভয়াবহ আগুনে ভস্মীভূত ৬০ বসতঘর

চট্টগ্রাম ব্যুরো :  চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০টি বসতঘর ও একটি বেসরকারি স্কুল ভস্মীভূত হয়েছে। রোববার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে চান্দগাঁও থানার এক কিলোমিটার যমুনা স্কয়ার সংলগ্ন মাইজ্জা মিয়া ও নজরুল কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে হাসিনা বেগম (৫৫) নামের এক বৃদ্ধা পুড়ে মারা গেছেন। নিহত হাসিনা নজরুল কলোনির জাকির হোসেনের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আশেক বলেন, বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডে নিহত ওই বৃদ্ধার মরদেহ হাসপাতালে আনা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।চান্দগাঁও থানার এস আই মেহের অসীম দাশ বলেন, সকালে এক কিলোমিটার এলাকায় দুটি কলোনিতে আগুন লাগে।

আগুন লাগার পর নজরুল কলোনির বাসায় আটকে পড়েন হাসিনা বেগম। হয়তো ধোঁয়ার কারণে তিনি ঘরে আটকা পড়েন। তিনি পুড়ে একেবারে অঙ্গার হয়ে গেছেন। আমরা মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠাই। আগুনে দুটি কলোনির ৬০টি বসতঘর এবং পাশের একটি বেসরকারি স্কুল পুড়ে গেছে।আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট পর আগুন নির্বাপণ করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের লাকরির চুলা থেকে আগুনের সূত্রপাত।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |